Monday, April 20, 2020

Tomar Kalpona - তোমার কল্পনা

তোমার  কল্পনা

ঘটনাটা বাঙ্গালোর শহরের এক স্কুলের। নামী স্কুল একদম নীচু ক্লাশে ভর্তির সুযোগ পাওয়াও দুষ্কর। সেইখানে এক ছোট্ট মেয়েকে নিয়ে তার বাবা মা দুরু দুরু বুকে পৌঁছেছেন ইন্টারভিউ দিতে। খুব স্বাভাবিকভাবেই শিশুটি বোঝেই না যে সে কেন সেখানে গেছে। ঘরে সে, তার বাবা-মা, একজন শিক্ষিকা আর প্রিন্সিপাল ম্যাম।
কথোপকথন সবই ইংরিজিতে।
"What's your name?"
"Sita"
"Good. Tell me something you know"
"I know many things. Tell me what you want...!"
যাঃ, এডমিশনের সব আশা গেল বুঝি! সীতার মা সামাল দিতে কিছু বলতে যাচ্ছিলেন, প্রিন্সি ম্যাম তাঁকে নিরস্ত করলেন। সীতাকে বললেন,
"Tell any rhyme or story which you know.."
"Which one you want.. Rhyme or Story!?"
"Ok. Plz tell me a story.."
"Do uou want to hear what I studied or what I wrote..!?"
সচকিত প্রিন্সিপাল "Oh! you write stories...???"
"Why should I not write..?"
ঘরে পিন পড়লে শব্দ শোনা যাবে। কোনোমতে প্রিন্সিপাল বললেন
Ok, tell me the story which you have written-?

One day "Ravanan kidnapped Sita & took her to Srilanka"
এবার সকলের মুচকি হাসির পালা।
"Rama asked Hanumans" help to rescue Sita. Hanuman too agreed to help Rama ..."
সকলেই স্বচ্ছন্দ, প্রিন্সিপাল হাসলেন
"Then?"
"Now, Hanuman called his friend Spider man."
কহানিমে টুইস্ট
"Why?"
"Because there are lot of mountains between India and Srilanka.. but if we have Spiderman we can go easily with his rope..."
প্রি - "But Hanuman can fly isn't it.. ?"
"Yes. But he is having Sanjeevi Mountain on one hand so he cannot fly very fast.!"
সবাই চুপ দেখে সীতার প্রশ্ন "Should I continue or not?.".
"Ok plz continue!"
"Hanuman and Spiderman flew to Srilanka and rescued Sita. Sita said Thanks to both!"
"Why"
"When you are helped you should say Thanks!৷ So Sita requested Hanuman to call Hulk..."
কুতূহলী শ্রোতাদের কাছে সীতার ব্যাখ্যা " Now Sita is there, so to take her safely back to Rama she called Hulk"
এবার শিক্ষিকা - "What??? "Hanuman can carry Sita right?"
"Yes. But he has Sanjeevi Mountain in one hand and has to hold spider man on the other"
সকলের মুচকি হাসি পরোয়া না করে সীতা বলে চলে. " So when they all started to India they met my friend Akshay! "
"How come Akshay there now?"
"Because its my story and I can bring any one there!"
এতক্ষণে প্রিন্সিপাল সীতার কথায় খানিকটা অভ্যস্ত হয়ে উঠেছেন, তাই পরের চমকের জন্য অপেক্ষা করেন।
সীতা মহা উৎসাহে বল চলেছে, "Then all started to India and landed at Bangalore majestic bus stop!"
প্রি "Why they have landed In majestic bus stop?
"Because they forgot the way..& Hulk got an idea and called Dora!"
এবার নতুন চরিত্র - ডোরা
"Dora came and she took Sita to malleshwaram 5th cross ..... that's all!"
সীতার গল্প শেষ, তার মুখে স্বর্গীয় হাসি. 😀
প্রিন্সি ম্যাম তবুও শুধোন "Why malleshwaram 5th cross...?"
"Ohh! Because Sita lives there & I am Sita!!!"


প্রিন্সিপাল সীতাকে জড়িয়ে ধরেন।
সীতা এখন ঐ স্কুলে পড়ছে।
আমার পাওয়া পোস্টগুলোর অন্যতম সেরা। খালি ভাবছি এই শৈশব, এই কল্পনাকে আমরা নিয়ত টুঁটি টিপে মারছি না তো!!!

No comments:

INK Monster 🖋

We Publish Any Writer's Short Story, Long Story, Poem. (Beginner & PRO Writer), If You Want To Publish Your Writing In Our Site Then Please Contact With Us.




Comments

Contact Us

Name

Email *

Message *